সুপারিনটেনডেন্ট এর বাণী

প্রতিষ্ঠানের নাম: মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদরাসা।

পোঃ মজলিশপুর, শিবপুর, নরসিংদী।

মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদরাসাটি নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এলাকাবাসীর ধর্মীয় শিক্ষার চাহিদা পূরনের তাগিদে এলাকাবাসীর ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টায় গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। দোলনা হতে কবর পর্যন্ত শিক্ষা একটি চিরন্তন প্রক্রিয়া। মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। আর সুশিক্ষা তথা ধর্মীয় শিক্ষা হলো মানুষকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার অন্যতম হাতিয়ার । শিক্ষাই জাতির মেরুদন্ড ।আর শিক্ষক হলো তার প্রান। শিক্ষকগণই হচ্ছেন মূলতঃ মানুষ গড়ার কারিগর। সমাজের জাগ্রত বিবেক,আদর্শের মূর্ত প্রতীক ও মানব সভ্যতার রূপকার । তাই মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদরাসার শিক্ষকগন আদর্শ মানব সম্পদ গঠনের ব্রত নিয়ে স্বীয় মর্যাদা সুপ্রতিষ্ঠার জন্য ছাত্র ছাত্রীদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা,কম্পিউটার শিক্ষা,বিজ্ঞান ও সহ পাঠক্রমিক শিক্ষা প্রদান করে আদর্শবান ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মত যোগ্যতা অর্জন করে গড়ে তোলার জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। তাই আমি প্রিয় সহকর্মী সম্মানিত শিক্ষকবৃন্দকে মোবারকবাদ জানাই এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তারা যেন তাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছাত্র ছাত্রীদেরকে আদর্শ, সৎ ও দক্ষ মানবসম্পদ হিসাবে গঠনে সক্ষম হন ।

সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই তারা  যেন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা ও পরামর্শ দিয়ে এবং যাবতীয় সমস্যার সমাধান করে শিক্ষাদানের সুন্দর পরিবেশ তৈরীতে সহায়তা করে থাকেন । আল্লাহ সকলের সহায় হোন । আমিন

মোঃ আবদুর রব ভূঞা

সুপারিনটেনডেন্ট

মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদরাসা

শিবপুর, নরসিংদী

মোবাইল ০১৭১৬৪৫৮৪০২,০১৩০৯১১২৮৬৮