প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস
মাদরাসার নামঃ- মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদরাসা ,

মাদরাসার ঠিকানাঃ-গ্রাম-মাছিমপুর,পোঃ মজলিশপুর, উপজেলাঃ শিবপুর,জেলাঃ নরসিংদী ।
প্রতিষ্ঠাতার নামঃ আলহাজ্ব মোছলেহউদ্দিন ভূঞা
প্রতিষ্ঠাকালঃ-০১-০১-১৯৯২ ইং ।

মাছিমপুর গ্রামের ইমাম মাওলানা মোঃ আবদুল হাই সাহেব ১৯৮৩ ইং সনে ইদের নামাজে মাছিমপুর গ্রামের সর্বস্তরের ধর্মপ্রান মুসুল্লীদের উদ্দেশ্যে প্রস্তাব পেশ করেন যে ধর্মীয় শিক্ষার চাহিদা পুরনের জন্য গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠা প্রয়োজন। সর্বস্তরের মানুষ উক্ত প্রস্তাব সমর্থন করে মাদরাসা প্রতিষ্ঠার সিদ্বান্ত গ্রহন করেন ।
মাদরাসার স্থান নির্বাচনঃ-প্রস্তাবিত মাদরাসার স্থান নির্বাচনের জন্য তৎকালীন কুমরাদী দারুল উলুম ফাজিল মাদরাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা জহুরুল হক সাহেবকে দাওয়াত করে আনা হয়। সারা গ্রাম ঘুরে সর্বশেষে রাস্তার পাশে আলহাজ্ব মোছলেহ উদ্দিন ভূঞা সাহেবের জমি মাদরাসার জন্য পছন্দ ও বাছাই করা হয় ।মাওলানা আবদুল হাই সাহেবের নেতৃত্বে গন্যমান্য ব্যাক্তিবর্গ আলহাজ্ব মোছলেহউদ্দিন ভূঞা সাহেবের কাছে মাদরাসায় জমি দানের প্রস্তাব পেশ করেন। সহজ সরল ও ধর্মপ্রান আলহাজ্ব মোছলেহউদ্দিন ভূঞা সাহেব মাদরাসার জন্য তার জমি পছন্দের কথা শুনে আলহামদুলিল্লাহ বলে মাদরাসায় জমি দানের কথা স্বীকার করেন এবং ওয়াকফ করে দেন ।মাদরাসার প্রথম সভায় আলহাজ্ব মোছলেহউদ্দিন ভূঞা সাহেবের নাম প্রতিষ্ঠাতা হিসাবে লিপিবদ্ধ করা হয় ।
গৃহ নির্মানঃ-
মাদরাসার নামে জমি পাওয়ার পর গ্রামে বাঁশ ও অর্থ কালেকশনের মাধ্যমে প্রথমে ছনের ছাউনি ও ইকরের বেড়া দিয়ে মাদরাসার প্রথম ঘর নির্মান করা হয় এবং মাদরাসার নামকরন করা হয় মাছিমপুর দারুল কোরান ইসলামিয়া মাদরাসা ।
পাঠদানঃ-প্রতিষ্ঠিত মাছিমপুর দারুল কোরান ইসলামিয়া মাদরাসাটি কওমী নেসাবের মাদরাসা। মাদরাসা প্রতিষ্ঠার পর মাদরাসার প্রথম শিক্ষক হলেন কারী নেয়ামত উল্লাহ, ফরিদপুর। তারপর পর্যায়ক্রমে কারী ছিদ্দিক,ময়মনসিংহ ।মাওলানা কফিলউদ্দিন,আদিয়াবাদ ,মাওলানা গাজী আলতাফ,বরিশাল প্রমুখ ।
উক্ত মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকে মাওলানা আবদুল হাই সাহেবের সাথে যারা সর্বদা শ্রম ও অর্থ দিয়ে সাহায্য করেছেন তারা হলেন প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোছলেহ উদ্দিন ভূঞা ,আশরাফউদ্দিন ভূইয়া,আঃছাত্তার মোল্লা,আলফাজ উদ্দিন ডাক্তার,আবদুল আলী (জাদু) শেখ, শামসুউদ্দিন ভূঞা, সুজাত আলী ভূঞা, ফজলুর রহমান শেখ,আঃমজিত,সফি উদ্দিন মাষ্টার, মফিজ উদ্দিন মোক্তার, আবদুল বাতেন, মোশাররফ হোসেন ভূঞা,শামসুউদ্দিন প্রধান,নাসির উদ্দিন প্রধান,আঃমান্নান,দেলোয়ার হোসেন ভূইয়া ও হাছেন আলী ভূঞা প্রমুখ ।
কওমী নেছাবের মাদরাসা যেহেতু জনগনের দানের উপর নির্ভরশীল,আরো গ্রামীন এলাকায় তাই কিছুদিন চলে চলে বন্দ হয়ে যায় আবার চালু হয় ,আবার বন্দ হয়ে যায় ।এভাবে চলতে চলতে,বন্দ হতে হতে ১৯৮৩ সন থেকে ১৯৯১ সন পর্যন্ত আসে ।
১৯৯১ সনের শেষের দিকে জনাব আনোয়ার হোসেন ভূইয়া (অরুন)মাদরাসাটি কওমী নেছাব হইতে আলীয়া নেছাবে নিয়ে সরকারী অনুদানভূক্ত করার জন্য সর্বস্তরের জনগনের সভা আহবান করেন ।সভায় বিস্তারিত আলাপ আলোচনার পর মাদরাসাটি আলীয়া নেছাবে রূপান্তরিত করার সিদ্দান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং আলীয়া নেছাবের মাদরাসার নামকরন করা হয় মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদরাসা ।মাদরাসার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদরাসার নামে হস্তান্তর করা হয় এবং মাদরাসার প্রতিষ্ঠার তারিখ ০১-০১-১৯৯২ ইং নির্ধারন করা হয় ।দাখিল মাদরাসার জন্য সরকারী বিধি মোতাবেক এক একর জমির প্রয়োজন বিধায় পূনরায় আলহাজ্ব মোছলেহউদ্দিন ভূঞা সাহেব প্রয়োজনীয় জমি মাদরাসার নামে ওয়াকফ করে দেন ।আনোয়ার হোসেন ভূইয়া (অরুন)মাদরাসার সংরক্ষিত তহবিলে ২০০০০/-সাধারন তহবিলে ১০০০০/-মোট ৩০০০০/-টাকা প্রদান করেন ।পরবর্তীতে মাদরাসাটি ১৯৯২ ও ১৯৯৩ ইং সন চলার পর১৯৯৪ ইং সনে তৎকালীন পাট প্রতিমন্ত্রী জনাব আবদুল মান্নান ভূইয়া সাহেবের পৃষ্ঠপোষকতায় ৯ম শ্রেনীর অনুমতি ও ১৯৯৫ ইং সনে একাডেমিকস্বীকৃতি লাভ করে । আবদুল মান্নান ভূইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ০১-০৫-১৯৯৫ইং তারিখ হইতে মাদরাসাটি এম,পি,ও ভূক্ত হয়ে অদ্যবধি চলমান।