সভাপতির বাণী

নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসাটি ১৯৯২ ইং সালে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে আলহাজ্ব মোছলেহ উদ্দিন ভূঞার কাছে মাদ্রাসার জন্য জমি দানের প্রস্তাব করিলে তিনি প্রস্তাবটি গ্রহণ করে জমি প্রদান করেন এবং তিনি হলেন মাদরাসার প্রতিষ্ঠাতা। ১৯৯২ ইং সাল থেকে মাদরাসাটি পরিচালিত হয়ে ১৯৯৫ ইং সালে স্বীকৃতি পেয়ে সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।আমি অত্র মাদ্রাসার সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে ম্যানেজিং কমিটির সকলকে সাথে নিয়ে মাদ্রাসার যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।  মাদ্রাসাটি শুরু থেকেই ভালো ফলাফল করে আসছে, দক্ষ শিক্ষক/শিক্ষিকা নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং পাবলিক পরীক্ষার ফলাফল সর্বোচ্চ ভালো করার চেষ্টা করে যাচ্ছি। মাদ্রাসার ভৌত অবকাঠামোরও উন্নতি হচ্ছে। মাদরাসার বাকী উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদ্রাসাটি ‘শিক্ষিত ও সুনাগরিক’ গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি। আমি মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করছি এবং মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী ও  শিক্ষার্থী সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোন। (আমিন)